ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শিশু সন্তানকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৪, ৫ জানুয়ারি ২০২৪

সাতক্ষীরায় স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা।

বৃহস্পতিবার (৪ জানুযারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইযাসিন আলী গাজীকে গ্রেফতার করেছে। নিহত শিশুটির নাম আরিফ হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াাসিন আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াাসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে স্ত্রীর সাথে প্রায়ই ইয়াসিনের ঝগড়াঝাঁটি হত। ঝগড়ার কারণে শিশুসন্তান আরিফকে নিয়ে বাবার বাড়ী ধুলিহর গ্রামে চলে যায় স্ত্রী। 

বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী শ্বশুরবাড়ি যেয়ে তার শিশুসন্তান আরিফকে নিজের বাড়িতে নিয়ে আসেন। রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা ইয়াাসিন আলী গাজীকে আটক করেছে। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি