ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিদ্ধিরগঞ্জে বাসযাত্রীর ব্যাগে বোমাসদৃশ বস্তু, পরে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২, ৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কক্সবাজারগামী (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এটি উদ্ধার করা হয়।

বোমাসদৃশ বস্তু পাওয়া পরিবহনটির সুপার সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তীতে সায়দাবাদ এসে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগে সুপারভাইজার দেখতেন পান বোমাসদৃশ বস্তুটি।

পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানানো হয়।

নারায়ণগঞ্জ  জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল  বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বেঙ্গল পরিবহনের ওই বাস থেকে বোমাসাদৃশ্য বস্তু পাওয়া যায়। তবে এটা আসলেই বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।

এএএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি