ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পাশে স্কুলভবনে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ৬ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:২১, ৬ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনের দরজায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৬টায় এঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

অগ্নিকান্ডে ভবনটির একটি দরজা পুরোপুরি ও অপর একটি দরজা আংশিক পুড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নাইট গার্ড অগ্নিসংযোগের খবর দিলে বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগে করা হয়েছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা এখনও জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি