ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী পৌরসভার ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালী শেরবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি কক্ষে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্কুল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে স্কুলের পূর্ব পাশের হলরুমে শ্রেণিকক্ষের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। নৈশ‌ প্রহরী প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।

শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি জানান, আজ নৈশ প্রহরী মাধ্যমে সকালবেলা জানতে পারি পরীক্ষার হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাই। 

খবর পেয়ে জেলা প্রশাসক সরাসরি এসে স্কুল পরিদর্শন করেন। এ বিষয় পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্যতম আগুন লেগেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবেনা।

পটুয়াখালী ১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। জেলায় মোট ৫০৭টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হযেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি