ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অঙ্কুর স্কুল এন্ড কলেজ ও মেরিট সান স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৬ জানুয়ারি ২০২৪

পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে প্রতিবছরের ন্যায় ১ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে সরকার প্রদত্ত নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক শিবুকান্তি দাশ। তিনি বলেন,পড়ালেখার পাশাপাশি শিক্ষাথীদেরকে লেখাধুলারও সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ থাকাও জরুরী।
গত সোমবার (১ জানুয়ারি)সকালে পটিয়া পৌরসদর রামকৃষ্ণ মিশন রোডস্থ "অঙ্কুর স্কুল এন্ড কলেজে বইউৎসব উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক অনারারী ক্যাপ্টেন হাজী মোঃ আব্দুল গফুর।( অবঃসেনাকর্মকর্তা) এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার, মুমু বড়ুয়া,ববি বড়ুয়া বৈশাখী,চম্পা চক্রবর্তী, অর্পিতা চক্রবর্ত্তী, সুরাইয়া আক্তার,লিজা আক্তার,হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শিবুকান্তি দাশ বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্য। তাদেরকে মেধা মননে গড়ে তুলতে হবে। ক্লাসের পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল বই পড়তে দিতে হবে। 

এদিকে ১ জানুয়ারি সোমবার একই সময়ে পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন মেরিট সান স্কুলেও বই উৎসব পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মো রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক শিবুকান্তি দাশ। বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক স্বপ্না বিশ্বাস, তানজিনা সুলতানা, আফিয়া ইবনাত রাইসা ,সায়মা নুর নওরিন, ফাহমিদা সুলতানা ,সানজিদা ইসলাম ,তানবীরা আক্তার, সাবরিনা সুলতানা । প্রধান অতিথি সরকার প্রদত্ত বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করেন।প্রেস বিজ্ঞপ্তি।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি