ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাগুরায় ভোট দিলেন সাকিব আল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ৭ জানুয়ারি ২০২৪

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেট তারকা সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

সকাল ৮টায় দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় সঙ্গে তার বাবা মাশরুর রেজা ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, নাগরিকরা তাদের মূল্যবান ভোটটি দিয়ে তাদের নাগরিক অধিকার পুরণ করবে। ভোটাররা সচেতনতার সাথে ভোট প্রদান করে আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সে ক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

সাকিব আল হাসানের পাশাপাশি সকালে মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরেন শিকদার শালিখার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

এ সময় তারা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি