ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে হত্যা, যশোরে আনসার সদস্য আহত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:৩৮, ৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর-৩ আসনে একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আনসার সদস্য।

রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী জানান, জিল্লু নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

এদিকে, সকালে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের আনসার সদস্য মারুফ হোসেন আহত হন। 

এছাড়া যশোরের মনিরামপুরের হেলাঞ্চীতে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 

নরসিংদী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগে বেলাবর সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি