ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন বিদেশি পর্যবেক্ষকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৭ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বিদেশি পর্যবেক্ষণ প্রতিনিধি দল।

রোববার দুপুরে গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ এই দুটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা।

এ সময় পরিদর্শন দলটি দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সাথে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নির্বাচন সম্পর্কে  তাদের সামগ্রিক বিষয়ে অবগত করেছেন প্রিজাইডিং অফিসার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি