ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যশোরের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় পর্যবেক্ষক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৭ জানুয়ারি ২০২৪

যশোর-১ শার্শা আসনের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নির্বাচন পর্যবেক্ষক ও ভারতীয় ইলেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমর। 

রোববার সকালে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ শুরুর পর বেলা সাড়ে ১০টার সময় তিনি বেনাপোলের বিভিন্ন কেন্দ্রের সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় ভারতীয় ইলেকশন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি মোঃ ওমরের সঙ্গে নাভারণ সার্কেলের এএসপি আল নাহিয়ান ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি