ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতার হ্যাট্রিক জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ৭ জানুয়ারি ২০২৪

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম-৩ আসন সন্দ্বীপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে এই আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

আজ রোববার বিকাল চারটায় সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়। ইতিমধ্যেই ভোট গণনার কাজ শেষ হয়েছে।

নির্বাচনী ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ৫৫ হাজার ৬৫৯ ভোট এবং ঈগল প্রতীকে ডা. জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৬৫৬ ভোট। এতে বেসরকারিভাবে সন্দ্বীপ থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মিতা। 

উল্লেখ্য, সন্দ্বীপে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার ২,৪১,৯১৪ জন। পুরুষ ভোটার ছিলেন ১২৩৯৬৯ এবং নারী ভোটার ছিলেন ১১৭৯৪৩ জন।

কে আই// এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি