ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলাপাড়ায় নৌকার বিজয়ী প্রার্থীর ৭ কর্মীকে কুপিয়ে জখম

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৮ জানুয়ারি ২০২৪

সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী-৪ থেকে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীর সাথে দেখা করতে যাবার পথে পরাজিত প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ৭ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় এ ঘটনা ঘটেছে বলে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানিয়েছেন।

কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

কলাপাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী ইউনিয়নের হাটখোলা বাজার থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী মহিববুর রহমানের সাথে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। 

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় এখনও অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি