ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পৌষের হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:৫৯, ৯ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:০২, ৯ জানুয়ারি ২০২৪

সপ্তাহের ব্যবধানে দিন-রাতের তাপমাত্রা বাড়লেও কমছে না শীতের দাপট। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা।

ঢাকাসহ সারাদেশে পৌষের হাড়কাঁপানো শীতের বিপর্যস্ত জনজীবন। রংপুরে চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসের সাতে বয়েছে কুয়াশার দাপট। 

প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। 

রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। সেই উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। তেতুঁলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গায়ও হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা।

আজ সকাল ৭টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি