ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বাসচাপায় ২ যুবক নিহত

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ৯ জানুয়ারি ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) ও একই গ্রামের জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে তাহেরপুর থেকে এমপি সাফারি (রাজঃ মেট্রো ব ১১-০০৯২) বাস পুঠিয়ার দিকে যাচ্ছিল। আর বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকটি বাসের নিচে চলে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সকালে কিছুটা কুয়াশা ছিল। এর মধ্যে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখি ধাকা খায়। এতে মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। 

তিনি বলেন, ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি