ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ১০ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) ও কসবা উপজেলার কুঠি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)। সায়মা সম্পর্কে ইলমার খালা।

নিহতের পরিবার জানায়, দুপুরে ইলমা ও সায়মা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। তবে সাঁতার না জানার কারণে দুইজনই পানির নিচে তলিয়ে যায়। 

পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর পুকুরের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি