ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে বাচ্চা কোলে নিয়ে ঘুরছেন অসহায় এক নারী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৮, ১০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে দেড় বছরের বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছেন এক নারী। তবে তিনি কারো সঙ্গে কথা বলছেন না। শুধু বলছেন, ‘ঢাকায় যাবো’। 

ওই নারী বর্তমানে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় জসিম নামের একজনের বাড়িতে রয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

তিনি বলেন, আমার ইউনিয়নের ছোটকমলদহ বাজারে এক নারী গত দুদিন ধরে বসে আছেন। তার সঙ্গে দেড় বছর বয়সী একটি বাচ্চাও রয়েছে। তিনি শুধু ‘ঢাকায় যাবো’ ছাড়া আর কোনো কথা বলতে পারছেন না।

চেয়ারম্যান আরও বলেন, আমি জসিম উদ্দিন নামের একজনের জিম্মায় তাকে থাকতে বলেছি। কেউ যদি ওই নারীকে চিনে থাকেন তাহলে তার পরিবারের কাছে পৌঁছে দিতে এই ০১৭১১১৮০৭৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি