ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাটি খুঁড়ে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার, চুরিতে বাধা দেয়ায় খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩২, ১০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কারখানাটির মাটি খুড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কারখানায় চুরি রোধ করতে গিয়েই চোরের হাতে খুন হন তিনি। এ ঘটনায় ঘাতক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফেরদৌস আলী (১৮) উপজেলার গাড়াদহ  ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। সে আরকে টেক্সটাইল মিলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে আরকে টেক্সটাইল মিলসে যায় ফেরদৌস। রাতে ঘোড়শাল গ্রামের চোর মামুন হোসেন কারখানায় চুরি করতে গেলে ফেরদৌসের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে মুখে কম্বল চাপা দিয়ে হত্যার পর লাশ কারখানার মাটিতে পুঁতে ফেলে রাখে। তখন ফেরদৌসের মোবাইলটি নিয়ে যায় ওই চোর।

এরপর সকাল হয়ে গেলেও না ফেরায় ফেরদৌসের পরিবারের সদস্যরা ঐ কারখানায় গিয়ে খোঁজ নিয়ে না পেয়ে থানায় অভিযোগ দেন। 

পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুন (৩০)কে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী আরকে টেক্সটাইল মিলসের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি