ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

মন্ত্রির তালিকায় আব্দুস শহীদ, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ১১ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:০৮, ১১ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের নাম মন্ত্রী পরিষদের তালিকায় আসায় আনন্দ মিছিল করেছে শ্রীমঙ্গলবাসী। 

বুধবার রাতে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করে তারা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের নেতৃত্বে শহরের হবিগঞ্জ রোড থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হবিগঞ্জ রোডে এসে শেষ হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র , যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি  শহীদ হোসেন, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন প্রমুখ।

উল্লেখ্য, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস  শহীদ  এবার সপ্তবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিরোধী দলীয় হইপ, সরকার দলীয় চিফ হুইপ, ডেপুটি স্পিকার ও অনুমতি ও হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি