ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৯, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ি বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে এক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকেরা প্রায় এক ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।

মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে বেতন দেয়া, ১০ ঘন্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস, সরকারি নিয়ম অনুসারে বেতন নির্ধারণসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের এসি মোঃ আসাদুজ্জামান জানান, সকালে কিছু শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

তাদের দাবির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি