ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুয়েতে প্রবাসী রফিকের মৃত্যু, লাশ ফেরত চায় পরিবার

মাহতাব মিনহাজ

প্রকাশিত : ১৮:৩৭, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কুয়েতে রফিকুল ইসলাম তালুকদার (৩৭) নামে এক বাংলাদেশি যুুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার রাত ১০টার দিকে ওই দেশের আহমদিয়া এলাকায় স্ট্রোক করে মারা যান তিনি। তার বাড়ির লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নে।

তিনি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত ফখরুল ইসলাম তালুকদারের ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে। 

পাটারিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম সর্দার বলেন, ৭ বছর আগে রফিক পরিবারের সচ্ছলতার জন্য কুয়েতে পাড়ি দেন। তার আয়ে ওই পরিবারের দিনকাল ভালোই চলছিল। আকস্মিক রফিকের মৃত্যুতে পরিবারের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। এ ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান রফিকের পরিবার।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি