ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সবজি ক্ষেতে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ১৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ০৯:১৬, ১৪ জানুয়ারি ২০২৪

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সবজি ক্ষেতে শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় এক নবজাতকের (ছেলে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নবজাতকটির কোনো পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় লোকজন।

শনিবার দুপুরে শায়েস্তা নগর গ্রামের তোরাব আলী ব্যাপারি বাড়ির মানিক মিয়ার সবজি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লোকজন শায়েস্তা নগর তোরাব আলী ব্যাপারি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সবজি ক্ষেতের মধ্যে লাল রংয়ের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে নবজাতককে দেখতে অনেক লোকজন ওইস্থানে ভিড় জমায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করার পর সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা বলছে, রাতে কোনো একসময় অজ্ঞাত কেউ সদ্য জন্ম নেওয়া নবজাতকের মরদেহটি শপিং ব্যাগে ডুকিয়ে ক্ষেতের মধ্যে ফেলে গেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মৃত নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি