ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেলের ২ আরোহী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০, ১৪ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৩৭, ১৪ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

রোববার সকালে নাগরপুররে কেদারপুর শেখ হাসিনা ব্রীজের উপরে ট্রাক ও মোটরসাইলে সংঘর্ষ হয়।

নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, আজ ভোরে দিকে শেখ হাসিনা ব্রীজের উপর ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘনটনা স্থলে মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। 

নিহতরা হলেন নাগরপুরের শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুদ আলী (১৯)। 

নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি জসিম উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি