ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতির নির্বাচন কমিশন গঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৪ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদের এক সভা গত ১৩ জানুয়ারি নগরীর নয়াবাজারস্থ তায়েফ হোটেলে অনুষ্ঠিত হয়।

সভাপতি মীর্জা মো. আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন লায়ন মোঃ গিয়াস উদ্দিন (সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম)  এবং নির্বাচন কমিশনার এর দায়িত্ব পান ননী গোপাল দেবনাথ (কার্যকরী সভাপতি, শ্রী শ্রী নারায়ণ আশ্রম, বারৈয়াঢালা, সীতাকুণ্ড, চট্টগ্রাম) ও আহমেদ শাহীন আল রাজি (ভাইস প্রিন্সিপাল, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম)।

এবার নির্বাচনে মোট ভোটার ১৬৬৮ জন।  নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিবে, প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই নির্বাচনে যে কেউ অংশগ্রহনের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি