ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চায়না শ্রমিকের মৃত্যু

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে রেন ঝি (৪০) নামের এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল দশটায় আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত রেন ঝি ওই বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিং জিং’র সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এসব তথ্য ওই পাওয়ার প্লান্ট সূত্রের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে তার মৃত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতজনীত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 

চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরও জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি