ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফেরি ডুবি: ঘন কুয়াশায় উদ্ধার কাজ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ১৮ জানুয়ারি ২০২৪

ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ফেরিটি। 

আজ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে এখনও উদ্ধার কাজ শুরু করা যায়নি। উদ্ধার অভিযানে দুটি জাহাজ অংশ নেবে। 

এর আগে বুধবার সকালে ৯টি ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া ফেরি থেকে দুটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এর আগে যাত্রীরা নিরাপদে উদ্ধার হলেও এখনও নিখোঁজ হুমায়ুন কবির নামে ফেরির এক কর্মচারী। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি