ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

টানা শীতে বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:১৮, ১৮ জানুয়ারি ২০২৪

টানা কনকনে শীতে বিপর্যস্ত সারাদেশের জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বোরো ধানের বীজতলাসহ শীতকালীন ফসলেও এর ক্ষতিকর প্রভাব পড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

দেশের বেশিরভাগ জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা নেই। সকাল-বিকাল-রাত ঘন কুয়াশায় ঢাকা দিনের বেশিরভাগ সময়।

ক’দিন ধরে বৃষ্টির মতো কুয়াশা আর হিমশীতল বাতাসে অসহনীয় ঠাকুরগাঁওয়ের জনজীবন। শীতে বোরো ধানের বীজতলা হলুদ হয়ে গেছে। আলুগাছে দেখা দিয়েছে গোঁড়াপচা রোগ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈতপ্রবাহ। সাথে ঘন কুয়াশা। কনকনে ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

ক’দিন ধরে সূর্যের দেখা নেই হাওর-নদীর জেলা নেত্রকোণায়। শীতে বিপর্যস্ত জনজীবন।

মেহেরপুরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ক্ষতি হচ্ছে বোরোর বীজতলাসহ ফসলের। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে নাবি বীজতলার চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে। বোরো আবাদে চারা সংকটের আশংকায় চাষীরা।

নীলফামারীতে টানা নয়দিন ধরে দেখা নেই সূর্যের। অতিরিক্ত কুয়াশায় জমিতে নষ্ট হচ্ছে উঠতি ফসল আলু। এ’নিয়ে দুশ্চিন্তায় চাষীরা।

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বিপাকে খেটে খাওয়া মানুষ।

গাইবান্ধাতেও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সিরাজগঞ্জ, ঝালকাঠিসহ নদীপাড়ের চরাঞ্চলের মানুষের।

এদিকে, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় বিপনী বিতান থেকে শুরু করে ফুটপাতেও বেচাকেনা চলছে নানা রকম গরম কাপড়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি