ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড়কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। আজ জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নামায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষনাগার ও আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহিরে বের হচ্ছেন না।

কুড়িগ্রাম আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ নুর তাসনিম বলেন, খুব ঠাণ্ডা স্কুলে যেতে কষ্ট হচ্ছে।

শিশু নিকেতন কুড়িগ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম বলেন, প্রচুর শীত, ঘুম থেকে উঠতে মন চায় না। এতো শীতে স্কুলে যেতে হাত-পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে কষ্ট হয়।

অভিভাবক খ ম মোঃ আতাউড় রহমান বিপ্লব বলেন, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অথচ খবরে দেখলাম কুড়িগ্রামে তাপমাত্রা ৯ ডিগ্রিতে। এমন আবহাওয়ায় বিদ্যালয় বন্ধ দেওয়া উচিত। তা না করলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি।  ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

তাপমাত্রা ১০ ডিগ্রি হলে অটোমেটিক স্কুল খুলে যাবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি