ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব‌রিশালে তীব্র শীতের মধ্যে বৃ‌ষ্টি, কয়েক‌টি স্কুলে ছুটি

ব‌রিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১৮ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

মৃদু শৈত‌্যপ্রবা‌হ ও তীব্র শী‌তের ম‌ধ্যে গু‌ড়ি গুড়ি বৃ‌ষ্টিপাত হয়েছে ব‌রিশালে। এতে করে শীতের মাত্রা আরও বৃ‌দ্ধি পেয়েছে এই অঞ্চ‌লে। শীতের কারণে বেশ কয়েক‌টি স্কুলে ছু‌টি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকা‌লে ব‌রিশা‌লে বৃ‌ষ্টিপাত হ‌য়। তীব্র শীত ও বৃ‌ষ্টিপা‌তের কার‌ণে বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে জনজীবন। 

ব‌রিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হুমায়ুন ক‌বির ব‌লেন, দুপুর ১২টা পর্যন্ত সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে ১১ দশ‌মিক ৫ ডি‌গ্রি সেল‌সিয়াস। যা গতকাল‌কে ছি‌ল ৯ ডি‌গ্রি সেল‌সিয়াস। 

আজ সকাল ১০টা ৩৫ মি‌নিট থে‌কে দুপুর ১২টা পর্যন্ত ৫ মি‌লিমিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। এরকম আবহাওয়া আরও দুই দিন থাক‌বে জানান তিনি।

এদিকে তীব্র শী‌তের কার‌ণে ক‌য়েক‌টি স্কু‌লে আগাম ছু‌টি ঘোষনা করা হ‌য়ে‌ছে, আবার ক‌য়েক‌টি স্কু‌লে শিক্ষার্থীরা যাওয়ার পর ছু‌টি ঘোষণা করা হয়।

ব‌রিশা‌লের শহীদ আরজু ম‌নি সরকারি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক এ কে এম কামরুল আলম চৌধুরী ব‌লেন, শৈত‌্যপ্রবা‌হের কার‌ণে বৃহস্প‌তিবার স্কু‌লে ছুটি ঘোষণা করা হ‌য়ে‌ছে। রোববার থে‌কে যথা‌রীতি স্ক‌ু‌লের কার্যক্রম চল‌বে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি