ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ২০ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:২৫, ২০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

সিলেট-জাফলং সড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৪ জন নিহত হয়েছেন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
 
শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।
 
এদিকে, ছাত্রলীগ কর্মীদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ছাত্রলীগের নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওয়ানা হন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী। ৪নং বাংলা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি দুজন সিলেটে আনার পথে মারা যান।

জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চার জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি