ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২০ জানুয়ারি ২০২৪

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বাবা-বোন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের ভ্যান চালক সিরাজ উদ্দিন (৫৫) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ১০ বছর বয়সের ছেলে ভ্যানযাত্রী আব্দুল্লাহ। আহতরা হলেন আব্দুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা আখতার (১৪)।

পুলিশ জানান, বেলা সোয়া ১১টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক সিরাজ ও যাত্রী আব্দুল্লাহ মারা যান। 

এ সময় আহত হন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল কুদ্দুস ও বোন নাফিজা। তাদের উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি বলেন, ঘটনার পর বাসটির চালক ও সহকারি পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি