ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাম নিয়ে দুই কসাইয়ের দ্বন্দ্ব, মাংস কাটার ছুরিতে হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ২১ জানুয়ারি ২০২৪

নিহত কসাই মামুন হোসেন

নিহত কসাই মামুন হোসেন

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘায় মাংসের দাম নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে কসাইয়ের হাতে প্রাণ হারিয়েছে আরেক কসাই। মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়।

শনিবার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। নিহত কসাই মামুন হোসেন (৩০) আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুইজনের মধ্যে মাংসের দাম নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে মামুনকে জখম করে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন থেকে তারা পৃথকভাবে ব্যবসা করছেন। শনিবার তারা দুইজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খোকন। 

তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছেন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি