ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিলেটে বিনামূল্যে ঠোঁটকাটা ও আগুনে পোড়াদের প্লাস্টিক সার্জারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২১ জানুয়ারি ২০২৪

সিলেটে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা, তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারী অপারেশনের সুযোগ নিয়ে এসেছে জালালাবাদ রোটারি ক্লাব। 

এতে অপারেশন করবেন আমেরিকা কানাডা, জার্মানী, নেদারল্যান্ড, তুরস্ক ও মিশর থেকে আগত রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনেলের বিশ্বখ্যাত সার্জন ও মেডিকেল বিশেষজ্ঞবৃন্দ। 

আগ্রহীদের সিলেট নগরীর মানিকপীর রোডস্থ সিলেট জালালাবাদ রোটারি হাসপাতালের ০১৭২৬-৬৮১৯৬২, ০১৭১৪-০৪০০৭৮, ০১৭১১-৩২০৬৩৬, ০১৭১২-৩৬১৭৭৭ , ০১৭১১৪৮৪৩৯৩ ও ০১৭১২৬৮৭৮০৭ নাম্বারে কল করে নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে। 

এই লক্ষ্যে রোগী বাছাই  হবে আগামি ২৩ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে। পরে নগরীর মীরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন অনুষ্ঠিত হবে। অপারেশন হবে ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে। 

বাছাইয়ের ব্যাপারে জানা যাবে ০১৭৩০৬৩৯০২৪ নাম্বারে কল করে। এছাড়া জালালাবাদ রোটারি ক্লাবের ০১৭৩০৬৩৯০২৪ ও ৮৮০২৯৯৬৬৩৬১২২, ৮৮০২৯৯৬৬৩৬১২৩ নাম্বারে কল করে বিস্তারিত জানা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি