ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গভীর রাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন এসপি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২১ জানুয়ারি ২০২৪

রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ।

শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে মধ্য রাত পর্যন্ত মেঘনা নদীর কূলে মানতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজারে ছিন্নমূল মানুষ ও জেলা শহর এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়। অনেকের গায়ে কম্বল জড়িয়ে দিতে দেখা গেছে এসপি তারেক বিন রশিদকে।

শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআইও-১) একেএম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।

পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

জেলা পুলিশ সবসময় মানবতার সেবায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি