ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ওমানে বাংলাদেশী যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ২১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ওমানের মাস্কাট শহরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় শনিবার সকালে ওমানের মাস্কাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।

নিহতের ছোটভাই আবদুল্লাহ জানান, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল গত ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

পরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি মুঠোফোনে দেশে পরিবারকে জানান।

তিনি আরও জানান, পরিবারের সকলের সাথে ওইদিন রাতেও কথা বলেছিলেন শাকিল। আমরা যতটুকু জেনেছি, তিনি দেশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে রাগ-অভিমান করে সে এ আত্মহত্যা করেছে বলে ধারণা। 

শাকিলের মৃতদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি