ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রী আছমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধ। এ ঘটনায় স্বামী ফজলুকে আটক করেছে থানা পুলিশ। 

রোববার ভোরে জেলার গোপালপুর উপজেলার সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে।  

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে স্ত্রী আছমা বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ফজলুল। এরপর স্থানীয়রা টের পেয়ে ফজলুকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় স্বামী ফজলু হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি