ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠী অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হামিদ ও সম্পাদক ছবুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২১ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:১৬, ২১ জানুয়ারি ২০২৪

ঝালকাঠী আফিসার্স এসোসিয়েশনের সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ও মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াকফ মিলনায়তনে ঝালকাঠী জেলায় জন্ম গ্রহণকারী বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ঝালকাঠী অফিসার্স এসোসিয়েশন আত্মপ্রকাশ করে এবং প্রথম কমিটি গঠিত হয়। 

সভায় দুই বছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে উপকর কমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর রেজিষ্ট্রার (অতি: সচিব) মোঃ মিজানুর রহমান, সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মো: হারুন অর রশিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি