ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৭, ২২ জানুয়ারি ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি খাদ্যপণ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার সকাল থেকে শ্রমিকরা ওই কর্মসূচি শুরু করে। পৌনে দশটা পর্যন্ত এ আন্দোলন চলে।

গাজীপুরের কালিয়াকৈর মৌচাকের কোকোলা ফুড পোডাক্ট লিমিটেড কারখানা শ্রমিকের সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। 

এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ইট পাটকেল ছুড়তে থাকলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি