ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মী গুলিতে নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ২৪ জানুয়ারি ২০২৪

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার সকালে খাগাড়ছড়ির মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রবি কুমার চাকমা ও বিমল চাকমা। 

জানা যায়, সকালে  অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের সদস্যরা। এসময় তাদের গুলিতে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা যান।

এ ঘটনার পর নিখোঁজ রয়েছেন রহিন্তু চাকমা।

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন। 

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি