ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

ছিনতাইর কবলে পুলিশ সদস্য, খোয়ালেন ভাগ্নের বিয়ের গহনা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ২৬ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:৩০, ২৬ জানুয়ারি ২০২৪

যশোরে এক পুলিশ সদস্যের কাছ থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইর অভিযোগ করা হয়েছে। 

বৃহস্পতিবার হামিদপুর ও সিতারামপুরের মধ্যবর্তী স্থানে ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পাশের একটি কলাবাগানে নিয়ে মারপিট করে এ ছিনতাই ঘটনা ঘটিয়েছে বলে তথ্য মিলেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

থানা ও স্থানীয় সূত্র জানিয়েছে, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোকাদ্দেস হোসেন বাবুর ছেলে পুলিশ সদস্য তৈবুর রহমান (৩৫) বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে যশোরে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। তার সাথে ভাগ্নের বিয়ের জন্য কেনা স্বর্ণের গহনা ও নগদ টাকা ছিল। 

সাতক্ষীরা থানায় কর্মরত পুলিশ সদস্য তৈয়বুর মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে মনিরামপুর ও রাজারহাটে হয়ে হামিদপুরে আসছিলেন। আনুমানিক সকাল দশটায় সীতারামপুর পার হলে হামিদপুরের অদূরে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে মারপিট করে।তারা তৈয়বুর রহমানকে কলাবাগানে ফেলে তার ব্যবহৃত মোটরসাইকেল, টাকা ও অলংকার নিয়ে চলে যায়।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে তৈয়বুর রহমানের আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন ছিনতাইকারি চক্রকে খোঁজার চেষ্টা করে। এরপর সন্ধ্যায় থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছিল। ছিনতাইকারী চক্রকে ধরার চেষ্টা করছিল।

তবে এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, অভিযোগটি তিনি পেয়েছেন। তবে ঘটনাটি রহস্যময় মনে হচ্ছে। এ কারণে তদন্ত করা হচ্ছে। ছিনতাই ঘটনা সঠিক হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই আটকের আওতায় আনা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি