ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে শিক্ষা উপকরণ, সেলাই মেশিন-হুইল চেয়ার বিতরণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২৭ জানুয়ারি ২০২৪

ঢাকার নবাবগঞ্জে প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, তিন শতাধিক অসহায়দের মাঝে কম্বল, ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। 

শনিবার সকালে উপজেলার পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের মাঠে লায়ন্স ইন্টারন্যাশনাল, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ এর আয়োজন করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গর্ভনর লায়ন বিচারপতি ডা. মো. বাসির উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন লায়ন শংকর কুমার রয়, লায়ন সুদেশ রঞ্জন সাহা, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির।

আরও উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শম্ভু কুমার সরকার রাজন, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি লায়ন মজনু মোল্লা, সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল মানিক, শহিদুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা  ও সদস্যবৃন্দ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি