ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৮ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

রোববার ভোরে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের মেইন ১ নম্বর পিলারের কাছে ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, ভোরে চোরাকারবারিদের একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গরপোতা ১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ছয় নম্বর বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে টুকলু নিহত হন। 

পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মরদেহ ফেরত দিতে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি