ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পাচারের আগেই স্বর্ণসহ গ্রেপ্তার যুবক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ২৯ জানুয়ারি ২০২৪

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিললো ২৩৩ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার। 

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। 

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা  থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন বাংলাদেশি যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্টে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে ওই যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পায়ুপথে দুইটি স্বর্ণেরবার আছে বলে স্বীকার করে সে। 

পরে মেহেদীর পায়ুপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন স্বর্ণেরবারসহ যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি