ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাল মজুতের দায়ে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ৩০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অতিরিক্ত চালের মজুত রাখার অভিযোগে দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখার অপরাধে এ জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। 

জেলা প্রশাসকের মিডিয়া সেলে রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো রাইস মিলে অবৈধভাবে বিপুল পরিমাণ চাল মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মেট্রিক টন চাল মজুদ রাখা ছিল।

ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি