ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সিনিয়র-জুনিয়র দ্বন্ধে কিশোরগ্যাংয়ের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৪, ৩০ জানুয়ারি ২০২৪

নোয়াখালী সদর উপজেলায় কিশোরগ্যাংয়ের দু'গ্রুপের সংঘর্ষে সাজ্জাদ হোসেন সৌরভ নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩ জন।

সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার বাধেররহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

সিনিয়র-জুনিয়র দ্বন্ধে ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী। 

এরআগেও বিভিন্ন সময় মুখোমুখি অবস্থান নেয় দু’গ্রপের অনুসারীরা। তাদের ভয়ে আতংকিত এলাকাবাসী। 

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি