ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

`লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ব্যবস্থা রাখতে হবে`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৩০ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভু্ঁইয়া বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ব্যবস্থা রাখতে হবে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসা উদ্বোধন কালে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ পিপিএম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার,বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব।

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত পিঠা মেলা পরিদর্শন করেন। 

এই সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসার সহসভাপতি আব্দুল আজিম শাকিল,পরিচালক সালমা মোনায়েম,অধ্যক্ষও সদস্য সচিব আ,ন,ম,নোমান, পরিচালক আ,স,ম,সায়েম, পরিচালক, ওবায়দুল কাদের বেল্লাল, পরিচালক, রিপন আমেদসহ অনেকে।

এসময় বক্তারা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ব্যবস্থার রাখার জন্য প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি