ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

৩০ মিনিটের নৌরুট পার হতে সময় লাগছে দেড় ঘণ্টা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ৩১ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:০১, ৩১ জানুয়ারি ২০২৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নাব্য সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। এতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে চরমভাবে। পারাপারের চ্যানেলে পলি জমে ভরাট হওয়ায় ডুবোচর ও তিন কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে ওঠায় ফেরিগুলোকে কয়েক কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এতে সময় ও জ্বালানি খরচও লাগছে কয়েকগুন।

নাব্যতায় দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ফেরিগুলো চরাঞ্চল ঘুরে আসতে সময় লাগছে তিনগুনেরও বেশি সময়। আগে যেখানে পার হতে সময় লাগতো ২৫ থেকে ৩০ মিনিট। এখন  নাব্য সংকট ও চর পরার কারণে সময় লাগছে ১ ঘন্টা ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা। 

এতে যানবাহন চালকদের গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে এ নোরুটের যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।

এদিকে কুয়াশায় ফেরি পারাপারে ধীর গতিতে চলাচলের কারণেও অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। সময় বেশি লাগায় ফেরি চলাচলে কয়েকগুন বেশি জ্বালানি খরচ বেড়েছে। গুনতে হচ্ছে সরকারের অতিরিক্ত অর্থ।

বর্তমানে ফেরি চলাচলের চ্যানেল ঠিক রাখতে বিআইডব্লিউটিএ তিনটি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করছে।

তবে বিআইডব্লিউটিএ বলছে, প্রতিবছরই নাব্যতায় ফেরি চলাচল ব্যাহত হয়। এবছরও নাব্য সংকটে ফেরি চলাচলে কয়েকগুন সময় লাগছে। জ্বালানি খরচও বেশি হচ্ছে। এ কারণে চ্যানেল ঠিক রাখতে ড্রেজিং কার্যক্রম চলমান আছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি