ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শাহজাদপুরে বাস-অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ১ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরের মাদলায় বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর থানার খুকনী জুগীবাড়ির বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীমতি মিতু সুত্রধর (৩০) ও তার শিশু কন্যা ইচ্ছা সুত্রধর (৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘাবাড়ি থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এসময় আহত হয় চালকসহ ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারীর শিশু কন্যা মারা যায়।

অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি