ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গৃহবধূর অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক প্রস্তাব, যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালী জেলা শহর মাইজদী সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মোশারফ হোসেন টিটু (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আটককৃত ওই যুবক কৌশলে এক প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও নিয়ে তার কাছে চাঁদা দাবি ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়।

শুক্রবার সকালে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এরআগে বৃহস্পতিবার রাতে নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলা থেকে তাকে আটক করা হয়। 
আটককৃত মোশারফ হোসেন টিটু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের লাতু সওদাগর বাড়ির মিয়াধনের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ও আটককৃত মোশারফ হোসেন টিটু একে অপরের প্রতিবেশী এবং সম্পর্কে দেবর-ভাবি হয়। প্রায় দেড় বছর আগে ওই গৃহবধূ তার ব্যবহৃত মোবাইল ফোনটি মেরামত করার জন্য টিটুকে দেন। ওই সময় টিটু কৌশলে সেই মোবাইল থেকে গৃহবধূর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেয়। পরবর্তীতে চলতি বছরের গত ৮ জানুয়ারি টিটু ওই গৃহবধূকে মোবাইলে কল দিয়ে ওই ভিডিওটির কথা জানায়। একইসাথে তাকে দুই লাখ টাকা এবং তর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে বলে, অন্যথায় সে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে বলেও হুমকি দেয়। 

কিন্তু ওই গৃহবধূকে তার প্রস্তাবে রাজি না হয়ে পরিবারের লোকজনের পরামর্শে গত ৩১ জানুয়ারি পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি খতিয়ে দেখতে জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হলে বৃহস্পতিবার রাতে ডিবির একটি দল নোয়াখালী সুপার মার্কেটের ৫ম তলায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিটুকে আটক করে। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং তার ভিতরে থাকা গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি