ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কিছমত করিমপুরে একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে উদ্ধার করে বেগমগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

নিহতেরা হলেন, নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বিধিরপুর গ্রামের মো. সিরাজের ছেলে রিয়াজ (২৮), উত্তর ওয়াফদা গ্রামের জালাল মজুমদারের ছেলে শাকিল (২০) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কামরুল হাসান (৩০)

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডে ভবন নির্মাণের উদ্দেশ্য সয়েল টেস্ট করাকালীন দুপুর দেড়টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয় শ্রমিকরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়, পরে সেখান থেকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুরিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি