ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে ফিরছিলেন যুবক, পথে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে স্বজনরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া মোল্লা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওরফের কালা সুমন (৩৬) এই এলাকার ছোবান মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় দাসপাড়া মহল্লার একটি খানকা শরীফ থেকে বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সুমন মিয়া। এসময় মোল্লা বাড়ি মসজিদ এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তাকে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, কি কারণে এই হত্যাকান্ডের ঘটনা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি