ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় সোয়া চার ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় সোয়া চার ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এতে সোয়া চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে এ নৌরুটে। ফেরি বন্ধ থাকায় যাত্রীবাস বাস,পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন ফেরি পারের অপেক্ষা থাকতে দেখা গেছে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম  জানান, আজ শনিবার ঘন কুয়াশার কারণে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে পৌনে ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি